রূপালী ব্যাংক ডাকাতি: উদ্ধার হওয়া চার অস্ত্র আসল নয়, খেলনা পিস্তল


December 2024/Rupali Pistol.jpg

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালি ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা তিন ডাকাত যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এ সময় তাদের কাছ থেকে যে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেগুলো আসল নয়, খেলনা পিস্তল বলে দাবি করেছে পুলিশ।

Your Image

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ডাকাতদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুইটি চাকু উদ্ধার হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার রাত আটটার পর এ ঘটনায় সিনিয়র কর্মকর্তারা ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

র‍্যাব-১০’-এর অধিনায়ক খালেদুল হক হাওলাদার জানান, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

আটক হওয়া তিন সদস্যই কি ব্যাংকে হানা দিয়েছিল? জানতে চাইলে তিনি জানান, ব্যাংকের ভেতরে তিনজন ছিলেন। বাইরে ওদের লোক ছিল। আটক হওয়া তিনজনের বয়স ২১-৩০ এর মধ্যে।

সরেজমিনে দেখা যায়, ব্যাংকের ভবনটি চারতলা। দ্বিতীয় তলায় রূপালী ব্যাংকের শাখা, তৃতীয় ও চতুর্থ তলায় আবাসিক ভবন এবং নিচতলায় রয়েছে দোকান।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে ব্যাংকের আশপাশে ঘিরে রয়েছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যরা। উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×