রূপালী ব্যাংক: গ্রাহক সেজে ব্যাংকে ঢুকেন ডাকাতরা


December 2024/Ismail.jpg
ইসমাইল হোসেন শেখ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ডাকাত দল ঢুকেছিল বলে জানিয়েছেন ব্যাংকটির ঢাকা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যাানেজার (জিএম) ইসমাইল হোসেন শেখ। 

Your Image

তিনি বলেন, ‘আত্মসমর্পণকারী তিন ডাকাত গ্রাহক সেজে ব্যাংকে ঢুকে। এরপর খেলনা পিস্তল ঠেকিয়ে কর্মকর্তাদের জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে তারা।’

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ব্যাংক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ইসমাইল হোসেন বলেন, ‘ব্যাংকের টাকা-পয়সা খোয়া যায়নি, জনগণের কোন আমানতও খোয়া যায়নি। আগামী রোববার থেকে ব্যাংকের এই শাখায় আবার আগের মত লেনদেন হবে।’

তিনি আরও বলেন, ‘ডাকাতরা হানা দেওয়ার সময় ব্যাংকে মোট ছয়জন গ্রাহক ছিলেন। তারা নিরাপদে আছেন। সেসময় ব্যাংকের ছিলেন সাতজন কর্মকর্তা, একজন অফিস সহকারী ও দুইজন ফায়ার গার্ড। সবাই সুস্থ আছেন। ব্যাংকের সব টাকা গুণে দেখা হয়েছে, এক টাকাও খোয়া যায়নি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×