২৪ ডিসেম্বর থেকে ঢাকায় থাইল্যান্ডের বিদ্যমান ভিসা আবেদন বন্ধ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৩৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২৪
আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকায় বন্ধ হচ্ছে থাইল্যান্ডের ভিসা স্টিকারের আবেদন গ্রহণ। বাংলাদেশিদের জন্য নতুন ই-ভিসা ব্যবস্থা চালুর প্রস্তুতির অংশ হিসেবে ভিসা আবেদনের বর্তমান এই প্রক্রিয়া বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকার থাই দূতাবাস।
এক বিবৃতিতে দূতাবাস বলেছে, শুধুমাত্র ২৪ ডিসেম্বরের আগে জমা দেওয়া ভিসা স্টিকারগুলোর আবেদন প্রক্রিয়া করা হবে। ২৪ ডিসেম্বর থেকে ভিসা স্টিকারের জন্য আবেদন গ্রহণ বন্ধ করা হবে।
গত ১৫ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে ২ জানুয়ারি থেকে সাধারণ বাংলাদেশির জন্য ই-ভিসা চালু করার কথা জানায় ঢাকার থাই দূতাবাস। ফলে ২ জানুয়ারি, ২০২৫ থেকে সমস্ত থাই ভিসার আবেদন অবশ্যই http://www.thaievisa.go.th ই-ভিসা পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। অন্যদিকে সরকারি পাসপোর্টধারীদের জন্য ১৯ ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই থাইল্যান্ডে ভ্রমণ সুবিধা মিলছে।
ঘরে বসে যেভাবে ভিসা আবেদন
মাত্র ৬ ধাপে ঘরে অনলাইনেই সম্পন্ন করা যাবে থাইল্যান্ডের ভিসাপ্রক্রিয়া। প্রথমে নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আবেদন ফর্ম পূরণের পর প্রয়োজনীয় সংযুক্তি ও কাগজপত্র আপলোড করতে হবে। ভিসার নির্ধারিত মূল্য পরিশোধ করবেন। এরপর অপেক্ষা।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে আবেদনকারী ভিসা পেয়েছেন কি না, তা–ও ই-মেইলের মাধ্যমে জানতে পারবেন। ১০ কার্যদিবসের মধ্যে ই-ভিসা প্রক্রিয়াকরণ করা হবে। সব মিলিয়ে মোটামুটি ২ সপ্তাহের ভেতর ই-মেইলে ভিসা কনফার্মেশন ডকুমেন্টস চলে আসবে। এরপর ই-মেইলে পাঠানো ভিসার অনুলিপি প্রিন্ট করে থাইল্যান্ড প্রবেশের সময়ে ইমিগ্রেশনে দেখাতে হবে।