উত্তরায় লাভলীন রেস্তোরাঁয় আগুন: সাতজনকে জীবিত উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:০০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৪
রাজধানীর উত্তরার-১২ নম্বর সেক্টরে শাহ মাখদুম সড়কে লাভলীন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা ওই রেস্তোরাঁর কর্মী হতে পারেন।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
যেই রেস্টুরেন্টটিতে আগুন লেগেছে সেটি শাহ মাখদুম সড়কের ছয়তলা একটি আবাসিক ভবনের নিচে অবস্থিত। আগুন লাগার ফলে ওপরে আটকা পড়েন অনেকে। তাদেরকে উদ্ধারে লেডার মই লাগিয়ে জানালার কাচ ভাঙতে দেখা যায় ফায়ার সার্ভিসকে। নেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি। তবে ধোঁয়ার কারণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। সবশেষ ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। ভবনের ভেতরে আর কেউ রয়েছেন কি না এখন পর্যন্ত জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মী আনোয়ারুল ইসলাম দোলন। ফায়ার সার্ভিস জানিয়েছে, উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে আগুনের ঘটনায় উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার, ফায়ার স্টেশন থেকে ১১টি ইউনিট ছুটে গেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য এবং কীভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের দৃশ্য দেখতে ঘটনাস্থলে মানুষের ভিড় লেগেছে।