বনশ্রীর আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে


News Defalt/fire_20241220_222120587.jpg
রাজধানীর বনশ্রী সি-ব্লকে ছয়তলা একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটে চেষ্টায় রাত ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের এই কর্মকর্তা বলেন, আগুন বেশি বড় হয়নি, দুটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি। তবে আটকেপড়া বেশ কয়েকজনকে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। ৬ তলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এর আগে, রাত ৮টা ৩৫ মিনিটে বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×