নয় ঘণ্টা টোল ছাড়াই ব্যবহার করা যাবে এক্সপ্রেসওয়ে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:২৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২১ ডিসেম্বর) আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’-এর আয়োজন করা হয়েছে। আয়োজিত কনসার্ট উপলক্ষে শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দুইটা থেকে টোল ছাড়াই এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। শনিবার রাত ১১টা পর্যন্ত এই সুযোগ থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিমানযাত্রীরা জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে ঢুকে বিমানবন্দরে যেতে পারবেন। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স একই পথ ব্যবহারে প্রাধান্য পাবে। শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ ও স্কাইট্র্যাকার লিমিটেড কর্তৃক অনুষ্ঠাতব্য ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টে দেশের নামকরা ব্যান্ডশিল্পীসহ গান করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।’
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এলাকায় শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দুেইটা থেকে রাত ১১টা পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।
অন্য দিকে, আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২১ ডিসেম্বর) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে আর্মি স্টেডিয়ামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে।’
‘কনসার্ট থেকে আয়কৃত সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে দেয়া হবে।’