পল্টনে রেস্টুরেন্টে ঢুকে মারধর, ১০ লাখ টাকা চাঁদা দাবি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৫৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪
রাজধানীর পল্টনে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মার্কেটের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই মার্কেটের ধানসিড়ি-২ রেস্টুরেন্টের ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক।
গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা ২৮ এর আদালতে সিআর মামলা করেন তিনি।
মামলা সূত্রে জানা যায়, পুরানা পল্টনের ৭১ নম্বর হোল্ডিংস্থ পল্টন সুপার মার্কেটের একটি চলাচলের রাস্তাকে কেন্দ্র করে এই চাঁদা দাবি করা হয়। একই মার্কেটে রেস্টুরেন্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ও হোমিও ওষুধ বিক্রেতা ইউসুফ আলী মিলেমিশে রাস্তাটি ব্যবহার করতেন।
রেস্টুরেন্টের ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক রাস্তাটি ব্যবহারে নিষেধ করেন। আবু বক্কর সিদ্দিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করতে চাইলে ইউসুফ আলীর মেনে নেননি। উল্টো ইউসুফ আলী তার দোকান মালিককে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টের ব্যবসায়ীকে শাসিয়ে আসেন এবং রাস্তা ব্যবহার না করার হুমকি দেন।
গত মাসের ১৬ নভেম্বর বিকেলে আবু বক্করকে রাস্তাটি ব্যবহারে বাধা দেন এবং দোকান ছেড়ে দিতে বলেন ইউসুফ আলী। ওই ঘটনার তিনদিন পর ইউসুফ আলী ৩৫ থেকে ৪০ জন লোক নিয়ে ধানসিড়ি রেস্টুরেন্ট ভাঙচুর চালান ও প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মারধর করেন। এছাড়া ১০ লাখ টাকা চাঁদা না দিলে আর ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেন।
এদিকে, আদালত থেকে মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।