যাকাত বোর্ড হতে দরিদ্রদের মাঝে ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদন


December 2024/Religeon.jpg

ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত যাকাত বোর্ড হতে চলতি অর্থ বছরে দরিদ্রদের মাঝে ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। 

Your Image

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে বোর্ডের চেয়ারম্যান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ডের ৬৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। 

জুলাই বিপ্লবের পর নতুন গঠিত যাকাত বোর্ডের এ সভায় বোর্ডের কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বোর্ডের সদস্যরা ঐকমত্য পোষণ করেন। যাকাত বোর্ডের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও যাকাত ফান্ডে অর্থ প্রদানে সম্ভাব্য যাকাতদাতাদের উদ্বুদ্ধ করতে প্রচার কার্যক্রম জোরদার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, যাকাত ফান্ড নীতিমালা সংশোধন ও পরিমার্জনের জন্য বোর্ডের সদস্য চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মুহাদ্দিস শায়েখ মুফতি জসিম উদ্দিনকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, বোর্ডর সদস্য অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন) মো. সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মো. শাহিনুর ইসলাম, আকবর কমপ্লেক্স মাদরাসা ঢাকার অধ্যক্ষ শায়েখ মুফতি দেলোয়ার হোসাইন, চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা মুহাদ্দিস শায়েখ মুফতি জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক মো. নিজাম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক, ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী জসিম উদ্দীন আজহারী, বিকেএসইএর সভাপতি মুহম্মদ হাতেম, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×