তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৩ কর্মকর্তাকে রদবদল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৫৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দুই অধিদফতর এবং এক ইনস্টিটিউটে তিন কর্মকর্তাকে রদবদল করেছে সরকার।
সোমবার (২৩ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই রদবদল করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট ঢাকার (প্রেষণে) প্রধান নির্বাহী ফায়জুল হককে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) করা হয়েছে।
গণযোগাযোগ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগমকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) করা হয়েছে।
এছাড়া চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (প্রেষণে) প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) করা হয়েছে।