তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মিরপুর ও টঙ্গীতে অভিযান


News Defalt/titas-gas-20241225043143.jpg

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মিরপুর, টঙ্গী ও আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানে তিতাস গ্যাসের আওতাধীন মিরপুর জোনের কালশী, ইস্টার্ন হাউজিং এলাকায় ডেনিমিক্স ওয়াশিং, কালশি, সেকশন-১২, আলহামদুলিল্লাহ ওয়াশিং, ইস্টার্ন হাউজিং এবং একটি ওয়াশিং কারখানায় অভিযান পরিচালনা করে অবৈধ লাইনসমূহ বিচ্ছিন্ন করা হয়।

Your Image

অভিযান পরিচালনাকালে ২০৮ ফুট জিআই পাইপ, ১২০ ফুট হোস পাইপ, ১টি রেগুলেটর ও ১টি ভালভ জব্দ করা হয়।

এসময় ডেনিমিক্স ওয়াশিংয়ের ম্যানেজার আবদুল্লাহ আল মামুনকে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর ১২ (১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

অপর এক অভিযানে টঙ্গীর বড়দেওড়া এলাকায় তিতাস গ্যাসের অবৈধ লাইন বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসেবে আল্ট্রাভায়োলেট ওয়াশিং নামে ১টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসময় প্রায় ১০০ ফুট লাইন উচ্ছেদ করে উৎস পয়েন্ট হতে প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান এসময় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×