ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন: জামায়াতের আমির


News Defalt/jmaattttt.webp

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন।’

Your Image

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন।

এময় জামায়াতের আমির বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে। 

তিনি বলেন, ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন। এজন্য সব পর্যায় থেকে ডাক্তারদের সহায়তা করার আহ্বান জানান।

এছাড়া জামায়াতের আমির আরও বলেন, পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই এই দুটি ক্ষেত্রের ওপর ডাক্তারদের জোর দেয়ার তাগিদ দেন তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×