জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার বিষয়ে যা জানা গেল


News Defalt/dhaka-medical-1735141254 (1).webp
দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলামোটর প্লানার্স টাওয়ারের পাশে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হলে সন্ধ্যা ৬টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসা নেন তারা। এরমধ্যে পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০ থেকে ২২ জনের একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। তখনও আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ধারণা করছি, পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলা করেছে। আমরা তাদের কাউকে চিনতে পারিনি।’

তিনি জানান, হামলার ঘটনার আগে রমজান নামে এক ব্যক্তি জনবাণী পত্রিকার কার্যালয়ে এসে হুমকি দিয়েছিল। তখন আমরা বাইরে থেকে অফিসে যাচ্ছিলাম। অফিসে না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়।

পরিকল্পিতভাবে এমন হামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা (হামলাকারীরা) আমাদের পেয়ে প্রথমে নাম জিজ্ঞেস করে। এরপর হামলা চালায়। এমনভাবে এসেছিল যে, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে।’

আহতরা জানান, প্রাথমিকভাবে বিষয়টি শাহবাগ থানাকে মোবাইল ফোনে জানানো হয়েছে। তবে এ ঘটনায় মামলা করা হবে বলেও জানিয়েছেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারধরের শিকার ৪ সাংবাদিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×