চট্টগ্রামে জিয়া কমপ্লেক্সের নাম পুনর্বহালের দাবি যুবদলের সভাপতির


News Defalt/zia ..........ja.jpg

চট্টগ্রামের জিয়া কমপ্লেক্সের নাম পুনর্বহাল করে ‘জিয়া স্বাধীনতা কমপ্লেক্স’ নামকরণ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

Your Image

শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম সিটির কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদলের উদ্যোগে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে আব্দুল মোনায়েম বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশ অস্তিত্বের সাথে জড়িত। ১৯৭১ সালে দেশের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় যখন দেশ অন্ধকারের মধ্যে, তখন মেজর জিয়া এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রয়াত জিয়াউর রহমানের ইতিহাস নিষিদ্ধ করেছিল। কিন্তু, জনগণের হৃদয় থেকে মুছে ফেলতে পারেননি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ব্যারাকে ফিরে যাননি, রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন।’

অনুষ্ঠানে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবদলের প্রাক্তন সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, যুবদলের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, রেজাউল করিম লিটন, প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, যুবদলের প্রাক্তন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, প্রাক্তন উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, প্রাক্তন সহ-সম্পাদক কামাল উদ্দিন, সদস্য সাইফুর রহমান শপথ, আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহান ও সাধারণ সম্পাদক আজগর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম ও সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এর পূর্বে, সকালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×