নারায়ণগঞ্জে হত্যাচেষ্টার মামলায় আসামী শামীম ওসমানসহ ৮৯ জন


Nov 16/Shamim Osman.jpg
শামীম ওসমান

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. ইব্রাহীম হোসেন (১৯) নামের তরুণকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের প্রাক্তন সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। এতে ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

Your Image

শনিবার (১৬ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার ব্যাপারটি নিশ্চিত করেছেন।  

এর পূর্বে শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ভুক্তভোগী তরুণ মো. ইব্রাহীম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলায় শামীম ওসমান ছাড়া তার ভাতিজা আজমেরি ওসমান (৪৫), তার ছেলে অয়ন ওসমান (৩৭), নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান (৭৮), সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া (৬২), প্রাক্তন কাউন্সিলর ও যুবলীগের নেতা মতিউর রহমান মতিসহ (৫৫) ৮৯ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গেল ২০ জুলাই বিকাল সাড়ে পাঁচটার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের বিদ্যুৎ অফিসের সামনে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলিবর্ষণ করেন। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুইটি গুলি বাদীর ডান পায়ে ও কোমরে লাগে। এ সময় রক্তাক্ত অবস্থায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে চিকিৎসক তার কয়েকটি অপারেশন করেন। 

বাদী ইব্রাহীমের ডান পা প্রায় অচল অবস্থা বলে এজাহারে উল্লেখ করেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×