যারা দেশের মঙ্গল চায়নি তারাই জিয়াকে খুন করেছে; অভিযোগ শাহাদাতের
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:০৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৪

দেশের মঙ্গল যারা চায়নি তারাই জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে খুন করেছে অভিযোগ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ‘এই সার্কিট হাউসে প্রয়াত জিয়ার রক্ত মিশে আছে। সার্কিট হাউস জিয়ার স্মৃতি বিজড়িত স্থান। কিন্তু, আওয়ামী লীগ সরকার দীর্ঘ দিন ধরে সার্কিট হাউসে স্থাপিত জিয়া স্মৃতি জাদুঘরকে বন্ধ করে রেখেছিল। জাদুঘর থেকে জিয়ার নাম মুছে দিয়েছিল। তারা জনগণের কাছ থেকে জিয়াকে আড়াল করতে চেয়েছিল। কিন্তু, তারা সফল হতে পারেনি।’
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সিটির কাজীর দেউড়িতে জিয়া স্মৃতি জাদুঘরের প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এতিম শিশুদের অংশগ্রহণে আয়োজিত কোরআনখানি ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। যুবদলের উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাহাদাত হোসেন আরও বলেন, ‘জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বিপ্লব উদ্যান থেকে ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ করে তিনি মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। তিনি এক দিকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আরেক দিকে অস্ত্র হাতে যুদ্ধও করেছেন। চট্টগ্রাম সার্কিট হাউসেই তিনি মারা যান। জিয়ার জীবনের শুরু চট্টগ্রামে; শেষও এখানেই। তিনি বলতেন, ‘স্লোগানে মুক্তি আসবে না। আমাদের উৎপাদনমুখী হতে হবে। কর্মমুখী হতে হবে। প্রত্যেকটি মানুষের হাতে কাজ পৌঁছে দিতে হবে।’
যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের প্রাক্তন সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না।