পাবনায় জলসা আয়োজন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক


News Defalt/jolsha.jpg

পাবনায় ইসলামী জলসা আয়োজন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জালাল উদ্দিন নামে বিএনপি কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন (৪০) হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শকর আলীর ছেলে।

Your Image

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছু দিন ধরে হেমায়েতপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও পাবরা জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সাথে ইউনিয়ন বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে এলাকায় একটি ইসলামী জলসা আয়োজন নিয়ে উভয় পক্ষের লোকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে শনিবার (১৬ নভেম্বর) সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে জালালের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। নিহত জালাল আবুল হাসেমের কর্মী।

এ ব্যাপারে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, ‘ঘটনার ব্যাপারে কিছু জানেন না তিনি। এ ব্যাপারে বিস্তারিত জানতে খোঁজখবর নেবেন।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×