আগামী এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন দেয়া সম্ভব


Nov 16/Hafiz bnp.jpg

বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন দেয়া সম্ভব। নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার করা দরকার দ্রুত অন্তর্বর্তী সরকার তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।

Your Image

সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের মামলায় হাজিরা দেয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় হাফিজ উদ্দিন আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেয়া। এদের কাছ থেকে বিভিন্ন কথা শুনি। তবে, নির্বাচন কেন্দ্রিক কোন কথা শুনি না। বিএনপিসহ বহু রাজনৈতিক দল এরই মধ্যে জানিয়েছে যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চাই। নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল সরকার। প্রফেসর ইউনূসকে বিএনপি সমর্থন দিয়েছে ভবিষ্যতেও সমর্থন দিয়ে যাবে। তবে, নানাজনের কথায় তিনি যেন প্রভাবিত না হন এই আশা আমাদের।’

আওয়ামী লীগের সমালোচনা করে হাফিজ আরও বলেন, ‘দেশে অন্তর্বর্তী সরকার যে সংস্কার করতে চান তা যুক্তিযুক্ত।’ তবে, সেই সংস্কার জনগণের নির্বাচিত সরকার করলে সবচেয়ে ভাল হবে বলেও জানান তিনি।

এ দিকে, বরিশালে সাইবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জ গঠনের তারিখ ছিল সোমবার (১৮ নভেম্বর)। হাজিরা দিতে এলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক তাকে অব্যাহতি দেন। এ মামলার মোট আসামি ছিলেন দুইজন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে মামলাটি করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×