মধ্যরাতে আচমকা ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধরা খেল দুইজন


2024-Novemer 18/Chatraleauge Possesion.jpg

চট্টগ্রাম সিটির প্রবর্তক মোড়ে রোববার (১৭ নভেম্বর) মধ্যরাতে আচমক ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় রোববার (১৭ নভেম্বর) রাত ও সোমবার (১৯ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে মিছিলে থাকা দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Your Image

গ্রেফতার দুইজন হলেন মো. সজীব হোসেন (২১) ও দিদারুল আলম (৪৮)। দিদারুল আলম চট্টগ্রাম আইন কলেজ শাখা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক। তিনি এ মিছিলের জন্য অর্থসহায়তা করেছেন বলে পুলিশের অভিযোগ।

পুলিশ জানায়, রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে প্রবর্তক মোড় এলাকায় ছাত্রলীগের ১৫-২০ জন জড়ো হয়ে মিছিল করেন। রাতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (১৮ নভেম্বর) ভোর চারটার দিকে আরো একজনকে গ্রেফতার করা হয়।

ভিডিওতে দেখা যায়, প্রবর্তক এলাকায় বায়েজীদ রোড অংশ থেকে স্লোগান দিয়ে ১৫-২০ ব্যক্তি মোড়ে দিকে আসছেন। এ সময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’- স্লোগান দেন। মিছিলটি বদনা শাহ মাজার এলাকা হয়ে গোল পাহাড়ের দিকে যেতে দেখা যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (জন সংযোগ) কাজী মো. তারেক আজিজ সংবাদ মাধ্যমকে বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ পূর্বেও মিছিল করেছিল। অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এর পূর্বে, গেল ১৮ অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের আরেকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, রাত সাড়ে ১২টার দিকে ৩০-৫০ জন জামালখান এলাকায় ঝটিকা মিছিল করে সরে পড়েন।

বলে রাখা ভাল, গেল ২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×