শেখ হাসিনা পলায়নের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে সেটি ধরে রাখতে হবে
- লালমনিরহাট প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:২০ পিএম, ১৯ নভেম্বর ২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, সেটি ধরে রাখতে হবে। সেই পরিবর্তনের ধারাকে বুকে লালন করে আগামীর বাংলাদেশ তৈরি করতে হবে।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানেব তিনি আরো বলেন, ‘আমরা যদি সেই পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি, তাহলে তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি, সেই বাংলাদেশ তৈরি সম্ভব।’
প্রয়াত জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, বহু নেতাকর্মী হারিয়েছি। কিন্তু, একটা স্থানে ভাল কাজ করেছি। বিএনপির নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এ জন্য বিএনপিকে ভাঙতে পারেনি।’
বিএনপির এ নেতা বলেন, ‘দেশের গণতন্ত্রের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার দেখতে চায়। বিএনপি এ জন্য বিগত দিনে বহু ত্যাগ শিকার করেছে, প্রয়োজনে ফের ত্যাগ শিকার করতে আমরা রাজি আছি।’ৎ
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও টুর্নামেন্টের সদস্য সচিব লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক একেএম মমিনুল হক উপস্থিত ছিলেন।