চট্টগ্রামে বিএনপির চার নেতাকে অব্যাহতি


News Defalt/ssss (10).jpeg
চট্টগ্রামে বিএনপির চার নেতাকে সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়েছে দল। তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া চার নেতা হলেন- আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, সহ-সভাপতি রেহান উদ্দিন, উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ এবং আকবর শাহ থানা যুবদলের সাবেক সদস্যসচিব ইলিয়াস খান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের পদ থেকে তারেক রহমানের নির্দেশক্রমে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×