শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে


2024-Novemer 18/Ani Bnp.webp

ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আজকের এ নতুন বাংলাদেশের মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি বলেছেন, ‘দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত থেকে উদ্ধারে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা। তাই, গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন মূল চ্যালেঞ্জ।’

Your Image

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত সমাবেশে শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এসব কথা বলেন তিনি।

সমাবেশে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, ‘গেল ১৭ বছর ধরে শিক্ষক ও ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ পেশাজীবী মানুষ শেখ হাসিনার নির্যাতনের শিকার ছিলেন। গণহত্যার দায়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার বিচার বাংলার মাটিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন দেশের মানুষ নির্বাচন চায়। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। গণতন্ত্রের জন্য ও দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করছে বিএনপি। এটি এখনও অব্যাহত রয়েছে । দেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে। তাদের সার্বিক সহযোগিতা করছে বিএনপি। কিন্তু, এ সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও তার দোসরেরা। কোনভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না।’ 

সংগঠনের জেলার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও সম্রাট খীসা, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক ফিরোজ আলম।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×