ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: খন্দকার মোশাররফ


30 November/Khandakar Mosharo.jpg
খন্দকার মোশাররফ হোসেন

পতিত সরকারের প্রধান অন্যায়ভাবে ভারতে আছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ভারত তাকে থাকতে অনুমতি দিয়েছে। শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের মানুষকে উসকানি দিচ্ছে। কিন্তু, আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

Your Image

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে সভায় মোশাররফ হোসেন আরো বলেন, ‘আজকে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে, এটা খুব স্বাভাবিক। যারা পতিত, তারা তো সর্বশেষ চেষ্টা করবে এ দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে পুনর্জীবিত হতে। কিন্তু, এ দেশের জনগণ আর এটা হতে দেবে না।’

তিনি বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তী সরকার। তাদের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপির পক্ষ থেকে সমর্থন দিয়ে আসছি। আমরা চাই তারা সফল হোক।’

খন্দকার মোশাররফ আরও বলেন, ‘পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার করা প্রয়োজন। সব বৈষম্য এ সরকার দূর করতে পারবে, এটা আমরা মনে করি না। তারা সংস্কার শুরু করবে, এরপরে নির্বাচিত জনগণের সরকার এসে সেটা পূরণ করবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×