রক্ত আর চোখের পানি আল্লাহ কবুল করেছেন: জামায়াতের আমির


30 November/Shafiqur Rahman Jammat.jpg

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীসহ যত মানুষকে জুলুম করে খুন করা হয়েছে, তাদের রক্তের ফোটা আর পুরো দেশের ১৮ কোটি মজলুম মানুষের চোখের পানির ফোটা আল্লাহ কবুল করেছে। এই দুই ফোটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে একটা মুক্তির স্বাদ দিয়েছেন।’

Your Image

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফে আগমন উপলক্ষে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে পথসভায় তিনি এসব কথা বলেন।
 
সভায় শফিকুর রহমান আরো বলেন, ‘এই মুক্তি এমনি এমনি আসেনি। এই ১৫ বছরে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ তার চাকরি থেকে বিতাড়িত হয়েছে। কোটি মানুষকে দফায় দফায় জেলে ভরা হয়েছে। আলেম-ওলামা জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে মানুষকে জীবন দিতে হয়েছে। এতগুলো জীবন ও এতগুলো কোরবানির বিনিময়ে আমাদের এই স্বস্তি টুকু এসেছে।’
 
সভায় জনতার উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘আমরা তোমাদের হাতে ঐক্যবদ্ধ জাতি তুলে দিতে চাই। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান একসাথে বসবাস করবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। একজন নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে। সব মানুষকে সম্মান ও ভালবাসতে হবে। আমরা সম্প্রীতি, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও শোষণমুক্ত বাংলাদেশ চাই।’
 
সভায় উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জেলা আমির তোফাজ্জল হোসাইন ফরিদ, সক্রেটারি মো. জহিরুল ইসলাম, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মাসুদ সাঈদী, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×