মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াত আমির
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:০৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪
খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে ওই হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে অসুস্থ মামুনুল হকের সঙ্গে দেখা করেন জামায়াত আমির।
তিনি মাওলানা মামুনুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।