‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান স্থগিতের প্রতিবাদ আওয়ামী লীগের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৫০ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪
‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ কর্তৃক স্থগিতের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘জয় বাংলা’ শুধু বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান নয়। এই স্লোগান দিয়েই বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের বিরূদ্ধে বাঙালির স্বাধিকারের আন্দোলন শুরু হয়েছিলো। ‘৬৬’-এর ছয় দফা আন্দোলন, ‘৬৯’-এর গণঅভ্যুত্থান, ‘৭০’-এর নির্বাচন এবং ‘৭১’-এর মুক্তিযুদ্ধ সবই হয়েছিল ‘জয় বাংলা’ স্লোগানকে ধারণ করে। রণাঙ্গনে এই স্লোগান মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত, উজ্জীবিত করত। যে স্লোগান শুনে এখনো স্বাধীনতার স্বপক্ষের মানুষের মনে শিহরণ জাগে। একমাত্র পাকিস্তানের আদর্শে যারা অনুপ্রাণিত ছিল তারাই এই স্লোগানটি অপছন্দ করত। এই স্লোগান তাদের মনে আতংক ছড়াত। এই স্লোগান নিষিদ্ধের জন্য পাকিস্তানী ভাবধারায় বিশ্বাসীরা বহু বারই চেষ্টা করেছে। এই স্লোগান বাতিলের রায়ের মাধ্যমে প্রমাণিত হল এই বাংলাদেশ এখন পাকিস্তানী আদর্শের জঙ্গিদের হাতে জিম্মি। এই বাংলাদেশ এখন আর স্বাধীনতায় বিশ্বাসী কোন সরকারের হাতে নেই।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘গেল চার মাসে আমরা লক্ষ্য করেছি, এই সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। জনকল্যাণকর কোন কাজ বা আইন করেননি, দেশের উন্নয়নমূলক কোন কর্মকান্ড হাতে নেয়নি। বরং, তাদের সব আগ্রহের কেন্দ্রবিন্দু মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা, স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার দিকে, দেশকে জঙ্গিবাদের আস্তানা বানানোর দিকে। মুহাম্মদ ইউনূসের ঘোষিত রিসেট বাটন পুশের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধের সব ইতিহাসকে মুছে ফেলার চেষ্টাটাই দিন দিন আরো স্পষ্ট হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে এই রায়ের বিরূদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।