পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:০৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪
জুলাই-আগস্ট গণহত্যা ও ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করায় অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ১৮ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে ১৫ ডিসেম্বর তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।
এ সময় জুলাই-আগস্ট গণহত্যার তদন্তের অগ্রগতি ঠিকমত অবহিত করতে না পারায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করেন আদালত।
এ দিকে, আরেক আবেদনে গ্রেফতারি পরোয়ানা জারির পর বহু আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা সাত দিনের মধ্যে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার সকালে আবুল হাসানকে হাজির করা হয়। পরে আদেশের নিয়ে যাওয়া হয় কারাগারে। তবে, পলককে হাজির করা হয়নি ট্রাইব্যুনালে।
গেল ৪ ডিসেম্বর শিক্ষার্থী ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি, তাকে আজ (১২ ডিসেম্বর) ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছিল।
মামলার সূত্রে জানা গেছে, ইমাম হোসেন তাঈমকে কাছ থেকে গুলি করার পর থানায় নিয়ে মুখমণ্ডল বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন আবুল হাসান। শেখ হাসিনা সরকারের পতনের পর এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়। এ মামলায় আবুল হাসান এজাহারভুক্ত আসামি।