উপদেষ্টা নাহিদের বক্তব্যকে ‘রাজনীতি বিরোধী’ বললেন ফখরুল


December 2024/Fakhrul.jpg
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের দেয়া এক বক্তব্যকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

Your Image

যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর একটার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ফখরুল ইসলাম এই মন্তব্য করেন। 

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে- এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতি বিরোধী। রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে।’

বুধবার (১১ ডিসেম্বর) ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের (জিপিজি) একটি প্রতিনিধি দল তথ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা নাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংস্কার তাদের অধীনেই হোক। তাই, তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিন।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×