বিএনপির ২ নেতাকে শোকজ


News Defalt/bnp1_20241212_122006141.jpg

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে ৩০ টাকা মূল্যের কুপন তৈরি করে র‌্যাফেল ড্রয়ের আয়োজন করায় খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার ও সদস্য সচিব মনির হাসান টিটোকে শোকজ করেছে বিএনপি। 

Your Image

শনিবার (১৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের শোকজ করা হয়।

চিঠিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে আপনারা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে কুপন তৈরি করে 'বাংলাদেশ উৎসব' এর আয়োজন করে দলের নেতাকর্মীদের নিকট থেকে অর্থ সংগ্রহ করছেন-যা সম্পূর্ণরুপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও এক ধরনের চাঁদাবাজি।

সুতরাং দলের শৃঙ্খলা পরিপন্থী এ ধরনের কর্মকান্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শীয়ে আগামী ৩ দিনের মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচি সফল করতে ‘বাংলাদেশ উৎসব কুপন-২০২৪’ নামের র‌্যাফেল ড্রয়ের আয়োজন করে উপজেলা বিএনপি।  এ নিয়ে দলের ভেতরে ও বাইরে সমালোচনা তৈরি হলে ১৩ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে কুপন বিতরণ স্থগিত করার ঘোষণা দেন বিএনপি নেতারা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×