বিজয় দিবস উপলক্ষে ঢাকায় সোমবার ইসলামী আন্দোলনের জমায়েত ও পতাকা র‌্যালি


December 2024/Islami Andolan.jpg

৫৪তম বিজয় দিবস উপলক্ষে ঢাকায় জমায়েত ও পতাকার‌্যালি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। 

Your Image

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল দশটায় বায়তুল মোকাররম উত্তর গেটে এসব কর্মসূচি পালন করা হবে। 

র‌্যালি পূর্ব জমায়েতে প্রধান অতিথি থাকবেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। এছাড়াও, দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন। 

জুলাই-আগষ্ট বিপ্লবে আহত ও পঙ্গুত্ববরণকারী বীর যোদ্ধারাও পতাকা র‌্যালিতে অংশ নিবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী শহিদুল ইসলাম ও উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম যৌথ বিবৃতিতে সোমবারের বিজয় র‌্যালি সফল করার জন্যে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশপ্রেমিক ঈমানদার জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×