রোডম্যাপ জানতে চাইলে অস্বস্তি হয় উপদেষ্টাদের: তারেক রহমান


December 2024/Tarek Raham election.webp
তারেক রহমান

দ্রুত মধ্যে নির্বাচন দিয়ে সংস্কার কাজের সবকিছু বাস্তবায়নের পথ সুগমের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

Your Image

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার যত দিন থাকবে, তত দিন কবে নির্বাচন হবে তা জনগণের জানার অধিকার আছে। ডেঙ্গুতে প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে, লাগামহীন মূল্যের জন্য নাজেহাল মানুষ। এ জন্য সংস্কার আগে না সংসার আগে- এ প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে মানুষের কাছে।’

তাই, সংস্কারে বিলম্ব যেন কষ্ট না দেয় মানুষকে, সেই পথে এগোনো প্রয়োজন বলেও জানান তারেক রহমান।

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, জবাবদিহিমূলক সংসদ কার্যকর থাকলে সুশাসন থাকবে দেশে। কেউ স্বৈরাচার হতে চাইলে তার সামনে কোন বিধান বাধা হতে পারে না। এ জন্য রাষ্ট্র ফ্যাসিসমুক্ত রাখতে অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

এ সময় অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘রোডম্যাপ ও কাজের হিসাব চাইলে অস্বস্তি দেখা যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চেহারায়, কিন্তু সেসব জনআকাঙ্ক্ষাবিরোধী। যা জাতির জন্য চিন্তার বিষয়। প্রত্যাশা করি, অন্তর্বর্তী সরকার শিগগিরিই নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনমুখী করবে জনগণকে।

এ সময় দলের নেতাকর্মীদের জনগণের কাছে বিশ্বস্ত সঙ্গী হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সরকারের ভাবতে হবে, তারা নিজেদের সফল দেখতে চায় কিনা। একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য বিএনপির ৩১ দফা। সব নেতাকর্মীকে বলতে চাই, নির্বাচনী যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী জনগণ। এ জন্য আপনারা জনগণকে সঙ্গে রাখুন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×