ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয় র্যালি
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:২৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪
বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র্যালি করেছে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে কলেজের প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মারুফের সভাপতিত্বে র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আনাছ।
উপস্থিত ছিলেন সদরঘাট ছাত্রদলের আহ্বায়ক জুয়েল সদস্য সচিব রাব্বি ও নাহিদসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।