বিডিয়ার হত্যাকান্ডের বিচারের অগ্রগতি জাতি জানতে চায়


December 2024/Imtiaz Islam.jpg
মুহাম্মদ ইমতিয়াজ আলম

রোমহষর্ক বিডিয়ার ট্রাজেডির বিচার কোন অবস্থায় আছে জাতিকে তা জানানোর দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ‘নির্দয় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার বাংলাদেশ সেনাবাহিনীর এতগুলো অফিসার হত্যার মধ্য দিয়ে মূলত বাংলাদেশ সেনাবাহিনীকে অকার্যকর করার নীলনকশারই অংশ। অন্তর্বর্তী সরকারের কাছে জনতার প্রত্যাশা হল বিডিয়ার ট্রাজেডিসহ সব হত্যাকান্ডের বিচার দ্রুত শেষ করা।’ 

Your Image

বুধবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে তিনি এসব দাবি জানান।

বিবৃতিতে ইমতিয়াজ আলম বলেন, ‘জুলাই-আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ওবায়দুল কাদেরের দেশত্যাগ আমাদের ভাবিয়ে তুলছে। ইউনুস সরকারের প্রশাসনে ফ্যাসিবাদের দোসর আছে কিনা খতিয়ে দেখা দরকার। প্রশাসনের সহযোগিতা ছাড়া কোন অবস্থাতেই দেশত্যাগ সম্ভব নয়। ৫ আগস্ট পরবর্তী সেনা হেফাজতে থাকা ৫৬ জন কোথায়- এ প্রশ্ন আজ দেশবাসির।’

তিনি অবিলম্বে খুনি হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ফ্যাসিস্ট সরকারের পলাতক সব আসামিকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

ইমতিয়াজ আলম আরও বলেন, ‘এ সরকারের প্রতি দেশের জনতার এত সমর্থন; যা অতীতে কোন সরকারের প্রতি কখনো ছিল না। তাহলে খুনিদের বিচার করতে ও প্রয়োজনীয় সংস্কার করতে সরকারের ভয় কিসের? কোন চাপের কাছে এ সরকার মাথা নত করবে না- এটাই জনতার আকাঙ্ক্ষা। জনতার আকাঙ্খা পূরণে সরকার আরও আন্তরিক হবে এটা সরকারের প্রতি আমাদের আহ্বান।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×