মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন না খালেদা জিয়া
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৩৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪
অসুস্থতার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেয়া বাতিল করা হয়েছে।’
শনিবারের ওই অনুষ্ঠানে খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
এর আগে গেল ১৫ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানান, বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর আমরা মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছি। সেখানে প্রধান অতিথি থাকবেন খালেদা জিয়া।
গেল ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরে খালেদা জিয়া সাজামুক্ত হলেও প্রকাশ্যে কোন অনুষ্ঠানে যোগ দেননি। বিপ্লবের পর তিনি ৭ আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রেখেছিলেন নেতাকর্মীদের উদ্দেশে।
এরপর গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের দিন সশস্ত্র বাহিনী বিভাগের আমন্ত্রণে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ সাবেক প্রধানমন্ত্রী খালেদা। দীর্ঘ প্রায় সাত বছর পর এটিই ছিল খালেদা জিয়ার প্রথম সশরীরে কোন অনুষ্ঠানে যোগ দেয়া।