খালেজা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, জনগণ আপনাকে দেশছাড়া করেছে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৩১ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন। এখন দেশের মানুষ আপনাকে দেশছাড়া করেছে।’
শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে কাজ করার আহ্বান জানিয়ে আলাল প্রশ্ন রাখেন, আগে সংসার নাকি আগে সংস্কার? মানুষের তো সংসারই চলে না। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারেন না?
নেতাকর্মীদের নামে থাকা রাজনৈতিক মামলাগুলো তুলে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই সরকারের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করে বিএনপি। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রায় দেয়া হয়েছিল। আর এ কাজে সহায়তাকারীদের আওয়ামী লীগ পুরস্কৃত করেছিল।’
‘রাজনৈতিক মামলাগুলো তুলে নিতে হবে। আমরা এই সরকারের কাছে ন্যায়বিচার চাই। যেগুলোতে আমাদের সাজা দেয়া হয়েছে, তার তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আসিফ নজরুলের কাছ থেকে মানুষ ন্যায়বিচারের দৃষ্টান্ত আশা করে। আপনার কাছে আমাদের প্রত্যাশা বেশি।’
শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষকে মারা যায় না। এরা মরতে জানে। খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন। এখন দেশের মানুষ আপনাকে দেশছাড়া করেছে।’
এ সময় প্রয়াত অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের মাগফিরাত কামনা করেন বিএনপির এ নেতা।