ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আটটি সাংগঠনিক ‘জোন কমিটি’ গঠন


December 2024/BNP Dhaka South.jpg

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আটটি সাংগঠনিক ‘জোন কমিটি’ গঠন করা হয়েছে। 

Your Image

রোববার (২২ ডিসেম্বর) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে ঢাকা মহানগর দক্ষিণে ২৪টি থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আটি সাংগঠনিক ‘জোন কমিটি’ গঠন করা হয়েছে।
 
এর আগে শনিবার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জোন কমিটিগুলো ঘোষণা করেন।
 
সাংগঠনিক জোনের দায়িত্ব প্রাপ্ত নেতারা হলেন-

থানার নাম জোন- এক
পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর জোন প্রধান ফরহাদ হোসেন। সদস্য ফজলে রুবায়েত পাপ্পু, মহিউদ্দিন চৌধুরী, 
হোসাইন আব্দুর রহমান ও জাকির হোসেন।

থানার নাম জোন- দুই
খিলগাঁও, সবুজবাগ ও মুগদা জোন প্রধান কে সেকান্দার কাদির। সদস্য ফারুকুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী চায়না, হামিদুল হক, ইসমাইল তালুকদার খোকন ও মোয়াজ্জেম হোসেন খান।
 
থানার নাম জোন- তিন
শাহাবাগ, রমনা ও বংশাল জোন প্রধান মকবুল হোসেন সরদার। সদস্য মো. শরিফ হোসেন, আরিফুর রহমান নাদিম,
লতিফ উল্যাহ জাফরু, নাছরিন রশীদ পুতুল, লোকমান হোসেন ফকির, খাজা হাবিব উল্লাহ হাবিব ও মোজাম্মেল হক মজু।
 
থানার নাম জোন- চার
নিউমার্কেট, হাজারীবাগ, ধানমন্ডি ও কলাবাগান জোন প্রধান আব্দুস সাত্তার। সদস্য কেএম জোবায়ের এজাজ, সাইফুল্লাহ খালিদ রাজন, আরিফা সুলতানা রুমা, কাবিরুল হায়দার চৌধুরী ও আলম মৃধা।
 
থানার নাম জোন- পাঁচ
চকবাজার, লালবাগ ও কামরাঙ্গীচর জোন প্রধান আনম সাইফুল ইসলাম। সদস্য আনোয়ার পারভেজ বাদল, সাইদ হাসান মিন্টু, নাদিয়া পাঠান পাপন, শফিউদ্দিন আহমেদ সেন্টু ও শামসুন নাহার ভুঁইয়া।
 
থানার নাম জোন- ছয়
সুত্রাপুর, গেন্ডারিয়া ও ওয়ারী জোন প্রধান হারুনুর রশিদ হারুন। সদস্য ফরিদ উদ্দিন, ওমর নবী বাবু, মামুন আহমেদ, নাসিমুল গণি খান ও মো. আক্তার হোসেন।
  
থানার নাম জোন- সাত
যাত্রাবাড়ী, ডেমরা ও কোতোয়ালী জোন প্রধান মনির হোসেন চেয়ার‌্যান। সদস্য আকবর হোসেন নান্টু, মোহাম্মদ নাজিম, আলমগীর হোসেন, রাইসেল হাসান হবি, আনোয়ার হোসেন সরদার, মোফাজ্জল হোসেন ও আবুল হাশেম।
 
থানার নাম জোন- আট
শ্যামপুর ও কদমতলী জোন প্রধান লিটন মাহমুদ। সদস্য জুম্মন মিয়া, আনোয়ার কবির, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, মোজাম্মেল হোসনে সিকদার, জাকির হোসেন ও নূরুল কাদির নাছিম।
 
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু এসব তথ্য নিশ্চিত করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×