আওয়ামী লীগের অস্তিত্ব দেখতে জাদুঘরে যেতে হবে: ফুয়াদ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪
ভবিষ্যতে আওয়ামী লীগের অস্তিত্ব দেখতে হলে জাদুঘরে যেতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী কাউন্সিলর মঞ্চের ব্যানারে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।
এ সময় আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বছরের পর বছর গুম-খুনের শিকার হওয়ার পরও দেশের মানুষ প্রমাণ করেছে বাংলাদেশের মালিকানা কারও হাতে তুলে দেয়া হয়নি। আওয়ামী লাগের অস্তিত্ব আর কখনও কেউ দেখবে না। দেখতে হলে জাদুঘরে যেতে হবে।’
আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশের রাজনীতিতে তাদের অংশগ্রহণ মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
আন্দোলনে যেসব মেয়র ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, তাদের পুনর্বহালের দাবি তোলেন আসাদুজ্জামান ফুয়াদ।
এ সময় যারা জনগণের পাশে ছিলেন, তাদের সার্চ কমিটি গঠনের মাধ্যমে পুনর্বহালে জনসেবার সুযোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।