ইতালিতে বাংলাদেশ খ্রিস্টান কমিউনিটির বড়দিন উদযাপন
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:৩৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৩
ইতালিতে বলোনিয়ায় বাংলাদেশ খ্রিস্টান কমিউনিটির পালন করেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) বলোনীয়া বর্গোপানিগালে স্থানীয় গীর্জার হলরুমে ঝাঁকজমকপূর্ণ ভাবে বড়দিন পালন করে প্রবাসী খ্রিস্টান বাংলাদেশিরা।
এই উপলক্ষে ছোট ছোট শিশু ও কিশোরীদের নিয়ে কেক কাটা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে যিশু খ্রিস্টের আরাধনায় কীর্তন ও ভোজন পরিবেশন করা হয়।
বিশ্বময় বড়দিনের উৎসব ছড়িয়ে দিতে ইতালীয়দের অবদান অনস্বীকার্য। <span;>বড়দিনের আলোক সজ্জার মতো শান্তির পরশ ছড়িয়ে পড়ুক বিশ্বময়, এমনটাই প্রত্যাশা ইতালিতে প্রবাসী বাংলাদেশি যীশু প্রেমিক খ্রীষ্ট ধর্মাবলম্বীদের।
২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন।
খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।
ঢাকাওয়াচ/টিআর