ইতালিতে বিএনপির লিফলেট বিতরণ


2023/12/received_216715628154017.jpeg

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সারা দিয়ে ইতালি বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের নির্দেশনায় ধারাবাহিক লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আলতে মোন্তেকীও, থিয়েনে ও অরজিনিয়ানো শেষে ৩০/১২/২০২৩ ভিছেন্সা শহরে ইতালির ভিছেন্সা প্রবিন্স বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সিকদার মোহাম্মদ কায়েস ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার এর উদ্যোগে ভিছেন্সা বিএনপি’র সম্মানিত সদস্য  ইমরান খান, উপদেষ্টা সদস্য খবির খন্দকার ও রফিকুল ইসলাম মান্না সরদার, সহ-সভাপতি  জাফর আহমেদ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি কামাল মাঝি, প্রচার সম্পাদক জনাব ফরহাদ হোসেন, সাবেক ছাত্রনেতা মামুন খান, মিনটু, প্রিন্স, জাহাঙ্গীর, সাইফুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, আরিফ হোসেন, মোহাম্মদ আরিফ, শাকিল সহ আরো অনেক নেতৃবৃন্দের সার্বিক সহায়তায় শত শত প্রবাসীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Your Image

এ সময় পথসভায় নেতৃবৃন্দ এ সরকারকে লুটেরা লোভি ও কাপুরুষ আখ্যা দিয়ে, বিরোধী দল ও ভিন্নমতের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে কারাগারে বন্দী রেখে কিংবা মাঠে গোলপোস্টের সাথে মন্দি রেখে এককভাবে মাঠে রাজত্ব করে গোল দিয়ে বিজয় ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে।

তাই সকল দর্শকদেরকে দর্শক হিসেবে এ খেলা উপভোগ না করে তাদেরকে প্রতিহতের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহবান জানান, এবং যতদিন গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বিজয়ের মালা নিয়ে তবেই আমরা ঘরে ফিরব এই আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ইতালি বিএনপির  স্বনির্ভর বিষয়ক সম্পাদক সম্পাদক  আব্দুল আউয়াল,ও হাসান খান, মইনুল ইসলাম মিন্টু, আইনুদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সর্বস্তরের জনগণ সহমত পোষণ করেন এবং এই নিশি রাতের অবৈধ সরকার ও  কাপুরুষ সূচিত খেলোয়াড় অবৈধ নির্বাচন ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে লালকার্ড প্রদর্শন করেন।


ঢাকাওয়াচ/টিআর ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×