ইতালিতে সিলেট ডায়নামিক এসোসিয়েশনের ইফতার


2024/04/269aa568-6737-4222-b8ff-f01881a89d33.jpg

ইতালি : ইতালিতে সিলেট ডায়নামিক এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

Your Image

৩১ (মার্চ) রোববার ইতালির ভিচেন্সায় এই ইফতার  অনুষ্টিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফরহাদ আহমদ বাবর। সংগঠনের সভাপতি ছালেখ আহমদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক হাসনাত খানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা হাফিজ মাহবুবুর রহমান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা কমিউনিটির বিশিষ্ট সমাজ সেবক মোঃ আফিল উদ্দিন আপেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিশিষ্ট ব্যবসায়ী পলাশ হাওলাদার , মান্না ,আলী উসমান, বিপুল দাস, ময়না মিয়া, গিয়াস মিয়া, মুমিন মিয়া ,জামাল উদ্দিন , জামাল উদ্দিন (২) ।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাটকা কোম্পানির চেয়ারম্যান এমদাদুর রহমান চৌধুরী। এছাড়াও , সিলেট ডায়নামিক এসোসিয়েশনের ইফতারে উপস্থিত ছিলেন , হেলাল উদ্দিন , জয়নাল আবেদীন , জমির উদ্দিন, মস্তোফা।

সিলেট ডায়নামিক এসোসিয়েশনের ভিচেন্সার উপদেষ্টা আলিম উদ্দিন মাসুম আহমদ, এমাদ উদ্দিন মামুন খান মাহবুব রহমান,

সংগটনের সহ-সভাপতি মাসুক মিয়া ,বদরুল ইসলাম, সুহেল আহমদ, যুগ্ম- সাধারণ সম্পাদক হাসনাত খাঁন ,অর্থ সম্পাদক জোবায়ের আহমেদ, যুগ্ম সাংগঠনিক পলিট আলিম, মন্জু , মান্না , তানজিদ ফখর জাবেদ প্রমুখ। অন্যান্যদের মাঝে সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব ও সাধারণ সম্পাদক লেবাস উপস্থিত ছিলেন ।


ঢাকাওয়াচ/টিআর ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×