কানাডা বিএনপির মতবিনিময় সভা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:১০ পিএম, ১৬ এপ্রিল ২০২৪
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি রেজাউল কবির পলের কানাডা আগমন উপলক্ষ্যে টরন্টতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও যুবদল কানাডা শাখার উদ্যোগে সম্প্রতি টরন্টোর একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়।
টরন্টো শহরের সমাজ সেবক এবং কানাডা বিএনপির অন্যতম নেতা আখলাক হোসেনের সভাপতিত্বে ও বিএনপির কানাডা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা জাকারিয়া চৌধুরী পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন কানাডা বিএনপির তিনবারের সফল সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কানাডা বিএনপির উপদেষ্টা মঈন চৌধুরী ও কুইবেক বিএনপির সহ-সভাপতি নওশাদ উল্লাহ।
সভার শুরুতে শহিদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আরফাত রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশমাতা বেগম খালেদা জিয়া ও মজলুম জননেতা তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা তাহের আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেত্রী অধ্যাপিকা তাহমিনা চৌধুরীসহ বিশিষ্ট কলামিস্ট মিসেস রোকেয়া পারভিন, বিএনপিনেতা সাবেক কমিশনার মনজুর আলম চৌধুরী খোকন, ছাত্রদল নেতা শাহ মোহাম্মদ নিশাত, যুবদল নেতা বেলাল চৌধুরী, যুবদল নেতা সারওয়ার হোসেন সুমন, সমাজ সেবক এম আর আজিজ। যুবদল নেতা আবদুল আলিম, আল এমরান সাকিব, আল হামজা ইমন।
মতবিনিময় সভায় রেজাউল করিম পল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হাজারও নির্যাতন অত্যাচারের পরও বিএনপি বাংলাদেশর মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে পিছু হটে নাই। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে এই সংগ্রাম চলছে, চলবে।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সল চৌধুরী পবিত্র ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতির এই গভীর সংকটকালে কানাডিয়ান-বাংলাদেশিদের দায়িত্ব অপরিসীম। সবাইকে নিজেদের মধ্যে কঠিন ঐক্য বজায় রেখে স্বৈরশাসক শেখ হাসিনার অপশাসন উচ্ছেদ করতে হবে।
সারাবিশ্বের নির্যাতিত মানুষের পাশে কানাডা সরকারকে কঠিন অবস্থানেরও আহ্বান জানান তিনি।
ঢাকাওয়াচ/টিআর