জার্মানে পিঠা উৎসবে প্রবাসী বাংলাদেশিদের ঢল


2023/12/IMG-20231226-WA0010.jpg
বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতিকে প্রবাসের তুলে ধরতে জার্মানের মুনস্টারে বাংলাদেশ কমিউনিটি বিকেএসজেডএম ( BKSZM)  এর আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর)  স্থানীয় একটি হলরুমে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি তোফায়েল রনির তত্তাবধানে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ নজরুল এর পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ কমিউনিটির সদস্যবৃন্দ।
আয়োজকরা বলেন, মাতৃভূমি থেকে হাজার মাইল দূরে জীবনের তাগিদে অবস্থান করলেও মা মাটির কিংবা শিকড়ের টানে বার বার ফিরে যেতে ইচ্ছে করে পৌষ পাবনের সেই পিঠা খাওয়ার দিনগুলোর কথা। পৌষের পিঠা পুলি যেন বাঙ্গালী কৃষ্টি কালচারেরই একটি অংশ। সেই কালচারকে হৃদয়ে লালন করে এবং দ্বিতীয় প্রজন্ম তথা প্রবাসীদের কাছে দেশীয় সংস্কৃতিতে তুলে ধরার জন্যই এই পিঠা উৎসবের আয়োজন।
বাঙালির ঐতিহ্যপূর্ণ সুস্বাদু পিঠা উৎসবে বেশ আগ্রহ নিয়েই প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করে। সাময়িক সময়ের জন্য দেশীয় কৃষ্টিকালচারের স্বাদ আর ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন নির্মল আনন্দের খোরাক যোগায় প্রাবাসীদের। যান্ত্রিক ও ব্যস্ত জীবনের মাঝে দেশি আমেজে একটু সময় কাটানো এবং বাংলাদেশি ঐতিহ্য প্রবাসীদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।
দুপুরের মধ্যাহ্ন ভোজের মাধ্যমে মুনস্টারে বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ একত্রিত হয়ে একে অপরের কূসল বিনিময়ের মাধ্যমে শুরু হয় পিঠা মেলার সূচনা। পরবর্তিতে প্রায় অর্ধশত রকমের মজাদার এবং নকশী সম্বলিত পিঠা প্রদর্শনীর মাধ্যমে পিঠা উৎসবের মূল আনুষ্ঠিকতা শুরু হয়। প্রবাসে শত ব্যস্ততার মাঝেও পিঠা মেলায় আগত অতিথিদের এ সময় উৎফুল্ল এবং আত্মতৃপ্তি পরিলক্ষিত হয়।

ঢাকাওয়াচ/টিআর ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×