নির্বাচন বর্জনের আহবান জানিয়ে ইতালি প্রবাসী বিএনপি কর্মীদের লিফলেট বিতরণ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৩
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে ইতালি বিএনপির নির্দেশে ভিচেন্সা বিএনপি শাখা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে।
দেশ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ইতালি বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন ভাইয়ের দিক নির্দেশনায় ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে ইতালি ভিছেন্সা বিএনপি শাখা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে মঙ্গলবার ভিছেন্সা প্রবিন্সের আরজিনানো শহরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ইতালির ভিছেন্সা বিএনপি শাখা।
ইতালির ভিছেন্সা প্রবিন্স বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সিকদার মোহাম্মদ কায়েস, ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার এর উদ্যোগে বিএনপি নেতা রফিকুল ইসলাম মান্না, জনাব কামাল মাঝি, প্রিন্স ও ফরহাদ হোসেনের সার্বিক সহযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন- ইমরান খান, জাফর আহমেদ, খবির খন্দকার, আব্দুল্লাহ আল মামুন, মীর ইসমাইল হোসেন, মোঃ জাহাঙ্গীর, এডভোকেট মনিরুজ্জামান মনির, সাইফুল ইসলাম জুয়েল, মোঃ মিন্টু, মোহাম্মদ আরিফ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় প্রবাসীদের দেশে অবস্থানরত পরিবার-পরিজন যাতে নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে না জান এবং যার যার অবস্থান থেকে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে এই গণমানুষের ও নাগরিকের অধিকার হরণকারী ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন এ ব্যাপারে সবাইকে অনুরোধ জানান।
ঢাকাওয়াচ/টিআর