বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উদ্যাপন করল মালদ্বীপ আ.লীগ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪১ পিএম, ১৮ মার্চ ২০২৪
জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মালদ্বীপ আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম কে আর কামাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আল-হাজার দুলাল মাদবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল হোসেন, এন.বি.এল. মানী ট্রান্সফার মালদ্বীপ প্রা. লি. ডিরেক্টর মো. হান্নান খান কবির, ব্যবসায়িক মো. মুজিবুর রহমান, হাজী মো. সাদেক (সিনিয়র সহ-সভাপতি,সহ সভাপতি, মো. মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম রিন্টু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আনিচ, মো. কামাল হোসেন, দপ্তর সম্পাদক রুবেল মৃদা, অর্থ সম্পাদক গাজী জাহিদ, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রাজু, ক্রীড়া সম্পাদক মো. নুরে আলম ভূইয়া, রফিকুল ইসলাম, সোহাগ সরদার,আবুল কালাম অলিউল্যা, আমির হো., বিল্লাল হোসেন, পারভেজসহ প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীদের নানামুখী ভূমিকার কথা উল্লেখ করেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভায় প্রবাসী গণমাধ্যমকর্মীসহ বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
ঢাকাওয়াচ/টিআর