রোমে মহিলা সংস্থা ইতালির নতুন কমিটি


2024/03/431674772_374878878676626_7121098063902949180_n.jpg

ইতালি : মহিলা সংস্থা ইতালির নতুন কমিটি গঠিত হয়েছে। ইতালির রাজধানী রোমের রসই রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হন সৈয়দা মাসুদা আক্তার (আরিফা), সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন রওশন আরা সিদ্দিকী (মুন্নী)। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা জামিলা মঞ্জুরী ও মনোয়ারা আহমেদ মনি।

Your Image

নবগঠিত কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে প্রতিষ্ঠাতা সভাপতি শান্তা শিকদার, উপদেষ্টা জামিলা মঞ্জুরী, সুরমা আক্তার, শামীমা বকশি, রিনি আসাদ, সিনিয়র সহ সভাপতি মনোয়ারা আহমেদ মনি, সহ সভাপতি জাকিয়া উল্লাহ, শাহিন আক্তার, ফারিয়া আঁখি, সাবিনা সুলতানা রিনা, সহ সাধারণ সম্পাদক হিসেবে রেহানা আক্তার রেনু, সম্পা হোসাইন, রাফিয়া ইসলাম গ্লোরি, সাংগঠনিক সম্পাদক পদে সারমিন জাহান সুবর্ণা, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে চম্পা শরিফ, রিনা আক্তার, আকলিমা আক্তার লিমা, সাঞ্জিদা বাসের, দিনা ইসলাম, প্রচার সম্পাদক রিমা আক্তার, দপ্তর সম্পাদক আলেয়া বেগম মনোনিত হন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রবাসে নারীর সকল অধিকার আদায়, নারীদের সমাজে প্রতিষ্ঠিত করা এবং যে কোন সমস্যায় সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, কেক কাঁটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উপস্থিত সকলে।

 


ঢাকাওয়াচ/টিআর ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×