শীতকালীন তুষার ভ্রমণে ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা


2024/01/received_1373456073313508.jpeg

প্রবাস জীবনের কর্ম-ব্যস্ততার ফাঁকে আনন্দ বিনোদনের প্রত্যাশায় তুষার ভ্রমণ করেছে ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা।

Your Image

গত শনিবার (২০ জানুয়ারি) রূপকথা ট্যুরিজমের আয়োজনে বোলজানোর কানাজেইয়ি, ডলোমাইট গিরিপথ প্রায় দুই শতাধিক বাংলাদেশি প্রবাসী এ ভ্রমণে অংশ নেন।

রুহুল আমিন মান্নার তত্বাবধানে থিয়েনো ও ভিচেন্সার শিবলী সাদিক, মোহাম্মদ হায়দার, প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইসমাইল হোসেন স্বপন, মো: আরিফুর রহমান, মো: আলামিন, জুয়েল আহমেদ সহ আরও অনেক প্রবাসী বাংলাদেশিরা এই তুষার আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন।

তুষার ভ্রমণে যাত্রাপথে বাসের মধ্যে বিভিন্নরকম গানের তালে সবাই হৈ-হুল্লোড় করে বিনোদনে মেতে উঠেন। তুষার ভ্রমণে অপরূপ সৌন্দর্যের লীলাভূমির শুভ্রতায় সবাই ছিলেন মুগ্ধ।

পাহাড়ের গায়ে বরফের অপার সৌন্দর্যের স্নিগ্ধতা যেন সতেজ করে তোলে যান্ত্রিক জীবনের ইতালি প্রবাসী বাংলাদেশিদের।

তুষার ভ্রমণে বিভিন্ন রকমের বাংলা গান,কবিতা আবৃত্তি র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ এবং নানারকম সুস্বাদু খাবার দেয়া হয়।


ঢাকাওয়াচ/টিআর ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×