মালয়েশিয়ায় হাইকমিশনের উদ্যোগে মোবাইল কনস্যুলার সেবা


News Defalt/malaysia-20240518143109.jpg

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দুই দিনব্যাপী মোবাইল কনস্যুলার সেবার উদ্বোধন করা হয়েছে। 

Your Image

শনিবার (১৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস পেনাং মালয়েশিয়া থেকে ই-পাসপোর্ট সেবার মোবাইল কনস্যুলার সার্ভিসটির উদ্বোধন করা হয়। 

এছাড়া ই-পাসপোর্ট সেবার মোবাইল কনস্যুলার সার্ভিসটি দ্বিতীয় দিন রোববার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং থেকেও দেওয়া হবে।

মোবাইল কনস্যুলার সার্ভিসের উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, পেনাং অনারারি কনস্যুলেট অফিসের অনারারি কনসাল দাতু শেখ ইসমাইল আলাউদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন (পাসপোর্ট ও ভিসা) ও অন্যান্য কর্মকর্তারা। 

এছাড়া বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল (ESKL) এর পরিচালক আরমান পারভেজ মুরাদ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা) ও অন্যান্য প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×