ইতালিতে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত


News Defalt/Messenger_creation_6d9eafc3-a048-4e65-8b7b-38a1366a4a81.jpeg

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইতালির পাদোভাতে বিএনপির উদ্যোগে আয়োজিত হয় এক দোয়া ও আলোচনা সভা ।

স্থানীয় একটি হলরুমে জাকির ভুঁইয়ার সভাপতিত্বে কামাল আকন ও আবুল হোসেন রনির যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি এম আজাহারুল আলম ফিরোজ।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন মোঃ সেলিম, আশিকুর রহমান ইউসুফ, গোলাপ মাহমুদ, রফিকুল ইসলাম ছৈয়াল,মামুনুর রশিদ মিন্টু,মোঃআলী টুটুল, মিজানুর রহমান, জাহাঙ্গীর চৌধুরী, জি এস মুন্না, সরদার দেলোয়ার হোসেন, আক্তার মোল্লাসহ আর ও অনেকে।

পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও ভিচেন্সা যুবদলের প্রধান উপদেষ্টা ইমরান আহমেদে সহ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করে এক বিশেষ মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×