এডিনবার্গে 'THISTLE SHAPLA' এর উদ্যোগে সংগীতশিল্পী জনিকে সম্মাননা ক্রেস্ট প্রদান
- প্রকাশঃ ০১:৩৬ পিএম, ১৩ জুন ২০২৪

যুক্তরাজ্য থেকে তুহিন মাহামুদ : প্রবাসের মাটিতে বাঙ্গালী সংস্কৃতি চর্চা এবং শিল্প ও সাহিত্যকে বহুমুখী সংস্কৃতির মাঝে পরিচয় করার লক্ষে সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে THISTLE SHAPLA CULTURAL GROUP প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে নিজস্ব সংস্কৃতি ছড়িয়ে দেয়া এবং সম্ভবনাময় কবি, সাহিত্যকি, সাংবাদিক, শিল্পীদের উৎসাহ প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।
তারই ধারাবাহিকতায় স্বনামধন্য গুণী শিল্পী জনিক আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদানের লক্ষে এডিনবার্গের একটি অভিজাত রেস্তরায় মঙ্গলবার (১১জুন) অনুষ্ঠিত হয় সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধার। সৈয়দ আনোয়ারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফকরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটল্যান্ডের পার্লামেন্ট সদস্য ফয়সাল চৌধুরী, সংগঠনের চেয়ার পারসন শাহনূর চৌধুরী, বিশেষ অতিথি জাকির খান, ইয়াহিয়া খান, খসরু খান, আহমেদ আলি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তন্মধ্যে, আলমগীর কবির, সায়েম ,মোয়াজ্জেম হোসেন, তুহিন মাহামুদ প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্হিত ছিলেন শাহ এমদাদুল হক বাবু,আবুল কালাম,মোমিনুর রহমান,আমিনুল ইসলাম,রফিকুল ইসলাম বাচ্চু,জনি খন্দকার,মামুন খান সহ এডিনবার্গে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানকে সূরের মূর্ছনায় প্রাণবন্ত করে তোলেন সংগীত শিল্পী জনি,রবিন হোসেন,সুমন,অভি এবং ইলমান। সংগীত শিল্পী জনির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি ফয়সাল চৌধুরী (এমবিই এম এসপি) এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবশেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।