ইতালির জেনোভাতে উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদুল আযহা পালিত


News Defalt/download (68).jpg

 

Your Image

ঈদটি ছুটির দিনে হওয়ায় মুসল্লিদের ঈদের জামাতগুলোতে নেমেছে মানুষের ঢল, প্রতি বছরের মত এ বছরও ইতালির জেনোভা শহরে পিয়েচ্ছা কারিকামেন্তে দাওয়া সেন্টার ও আল বুখারী মসজিদের সমন্বয়ে খোলা মাঠে বিশাল ঈদের জামাতের নামাজ অনুষ্ঠিত হয়। 

,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আখতার হোসেন ঢালী, কালাম ফরাজি, ইমরান হোসেন, নুরু হাজী, আবু সায়েম, জহির মান্নান, আলী ব্যাপারি সহ কমিউনিটি ব্যক্তিবর্গ আগামী বছরগুলোতে  একসাথে সকলে যেন নামাজ আদায় করতে পারে এই আশাই ব্যক্ত করেন। 

 মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে মিল রেখে  এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে একসাথে পালিত হয়েছেন ঈদ উল আযহার নামাজ,  মুসল্লিদের উপস্থিতি দেখে মনে হয়েছে যেন প্রতিটি জামাতই  একখণ্ড বাংলাদেশ, গ্রীষ্মের শুরুতেই চমৎকার আবহাওয়া এবারও ইতালির বিভিন্ন স্থানে খোলা মাঠে  ঈদের জামাতগুলো নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিগণ,বাংলাদেশী আফ্রিকান মুরুক্ষি তুনোসিয়া সহ মুসলিম সম্প্রদায়ের সকল লোক একসাথে জামাতে নামাজ আদায় করতে পেরে সকলে আনন্দিত,  নামাজ শেষে কোরবানি দিতে  অনেকেই ছুটে যান খামারগুলোতে,প্রবাসে থেকে ত্যাগের মহিমার কুরবানী দিতে পেরে অনেকেরই আনন্দিত,নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×