দুবাইয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- প্রকাশঃ ০২:৩৫ পিএম, ২০ জুন ২০২৪
ইউএই প্রতিনিধি: প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আয়োজিত ত্রিদেশীয় (সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কাতার) ফুটবল টুর্ণামেন্ট দুবাই গ্যাসেস ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। শুরুতে কনসাল জেনারেল বিএম জামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র-সহ সভাপতি হাজী মোঃ ওসমান গনি। টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আবদুস সালাম।
প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে এবং মাসুদ করিম সুমন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই উপদেষ্টা আলহাজ্ব জালাল উদ্দিন মদিনা, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন বাবর, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান, উপদেষ্টা মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ জসিম, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ শফিউল আলম, শামসুল হক, সদস্য সচিব এস এম আব্দুল মাবুদ প্রমুখ।
খেলায় দুবাইতে চ্যাম্পিয়ন সুপারস্টার ফুটবল একাদশ (৩) রানার্স আপ সেভেন স্টার ফুটবল একাদশ (০) কাতারের চ্যাম্পিয়ন জোন চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ রানার্স আপ স্বপ্নচূড়া ফুটবল একাদশ (০) এবং ওমান লেওয়া জাহিয়া চ্যাম্পিয়ন সানাইয়া নাইন স্টার ক্লাব ফুটবল একাদশ (১) রানার্স আপ লেওয়া সেভেন স্টার ফুটবল একাদশ (০) ওমান আল মুসানা চ্যাম্পিয়ন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ (৪) রানার সাব গুনগুনিয়া বেতাগী ফুটন্ত গোলাপ একতা সংঘ ফুটবল একাদশ (১)।